ত্রিপোলি: লিবিয়ায় রাজধানী ত্রিপোলির পার্শ্ববর্তী পূর্বাঞ্চলের আবাসিক এলাকায় পশ্চিমা জোট বাহিনীর অব্যাহত হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা জানা বুধবার এ তথ্য জানিয়েছে।
তাজুরা আবাসিক এলাকায় মিত্র বাহিনীর অভিযানে বহু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর বরাত দিয়ে সংস্থাটি জানায় ।
তাজুরায় পর পর তিনবার হামলা চালানো হয়। তৃতীয় হামলায় উদ্ধারকারীদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ।
পশ্চিমা যৌথ বাহিনীর পূর্বের হামলাগুলোয় নিহত এবং আহতদের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারের সময় তৃতীয় হামলাটি চালানো হয় বলে জানা যায়।
এদিকে ত্রিপোলি থেকে ৩২ কিলোমিটার দূরে তাজুরার একটি সেনা ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এর আগে একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে জানান।
লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সমন্বয়ে জোট বাহিনী লিবিয়ায় বিমান ও সামরিক অভিযান পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১