ওসাকা: টোকিওর পানিতে তেজস্ক্রিয় আয়োডিনের মাত্রা আবারও নবজাতকদের জন্য নিরাপদ স্তরে নেমে এসেছে। নগর সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানোসহ একদিন আগে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার টোকিওর প্রশাসনিক অঞ্চল কাতসুশিকার পানির নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয় এবং পরীক্ষার পর এতে তেজস্ক্রিয়তার মাত্রা প্রতি কিলোগ্রামে ২১০ বেকেরেল বলে বুধবার জানানো হয়। এ মাত্রা নবজাতকদের জন্য ক্ষতিকর বলে তাদের এ পানি না খাওয়ানোর পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
তবে এ মাত্রা আবারও ৭৯ তে নেমে এসেছে বলে টোকিওর কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে জানান। বৃহস্পতিবার আবারও পরীক্ষার পর পানির এ নিরাপদ স্তরের কথা জানা যায়।
পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা শিশুদের জন্য ১০০ এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০০ বেকেরেলের বেশি হলে তা ক্ষতিকর বলে ধরা হয়।
নতুন এ ফলাফলের পর এক বছরের কম বয়সীদের জন্য সাময়িকভাবে গতকাল জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। পানি সম্পদ বিভাগের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১