টোকিও: জাপানের ফুকুশিমা পরমাণু বিদুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত এক নম্বর চুল্লির কন্ট্রোল রুমে বিদুৎ সংযোগ পুনর্স্থাপন করতে সমর্থ হয়েছেন প্রকৌশলীরা। বৃহস্পতিবার তারা এ সফলতা অর্জন করেন।
এ অগ্রগতির ফলে কর্মীরা এখন এক ও তিন নম্বর চুল্লির গুরুত্বপূর্ণ ২টি নিয়ন্ত্রণকক্ষ ব্যবহার করতে পারবেন। এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণ, তেজস্ক্রিয়তা এবং অন্ধাকারের কারণে এ চুল্লি দুটির সব কাজ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এদিকে এরইমধ্যে তিন নম্বর চুল্লিতে প্রকৌশলীরা পুনরায় কাজ শুরু করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদ সংস্থা কায়দো এ খবর জানিয়েছে।
গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাকআপ সিস্টেমও বন্ধ হয়ে যাওয়ায় চুল্লির শীতলীকরণ ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে।
এ কারণে চুল্লির ভেতরে ফুয়েল রডগুলো অত্যন্ত উত্যপ্ত হয়ে উঠে। তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ায় চুল্লি গলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ সময় পানি ঢেলে চুল্লি ঠাণ্ডা রাখার চেষ্টা করা হয়।
কিন্তু তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ায় কর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
ভয়াবহ এ অবস্থায় বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপন শীতলীকরণ ব্যবস্থা আবার চালু করার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১