প্যারিস: লিবিয়ার বিরুদ্ধে জোট বাহিনীর হামলায় সাফল্য আসছে এবং তা অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলে দুঁপে মন্তব্য করেছেন। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টিও নাকচ করে দেন তিনি।
আরটিএর রেডিওকে দুঁপে বলেন, ‘আমরা বিমান হামলা অব্যাহত রাখব। সেনা স্থাপনা ছাড়া আর অন্য কোথাও হামলা চালানো হচ্ছে না। ’
এ অভিযান সফল এবং যতদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে বলে দুঁপে উল্লেখ করেন।
বেসামরিক জনগণকে হত্যার বিষয়টি অস্বীকার করে বরং লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির হামলা থেকে সাধারণ জনগণকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে জোট বাহিনী এ অভিযান পরিচালনা করছে বলে দুঁপে জানান।
এ বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণই বাস্তবতার বিপরীত। ’
এদিকে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত নো ফ্লাই জোন আরোপের দায়িত্ব ন্যাটো বাহিনীর কাছে হস্তান্তর বিষয়ে ফ্রান্স একমত বলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১