মন্টেরি: মেক্সিকোতে মাদক সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ ১৩ জন নিহত হয়েছেন। পৃথক হামলায় এক রাতের মধ্যেই নিহতের এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার পুলিশ জানায়।
বুধবার নুয়েভো লেয়ন রাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে দু’জন টাফিক পুলিশকে গুলি করা হয়। এ সময় একজন পুলিশের সঙ্গে তার স্ত্রী ও সন্তান ছিলো এবং গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে মেক্সিকোর রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানায় ।
এদিকে রাজ্যটির রাজধানী মন্টেরিতে অপর এক হামলায় আরও তিনজন নিহত হন।
২০০৬ সালে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কেলডেরন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর মাদক সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১