ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা

লন্ডন: ব্রিটেনের একটি সাবমেরিন থেকে লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আবারও টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।



ব্রিটেনের সাম্প্রতিক এ হামলায় ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রও অংশ নেয়। এ জোট বাহিনী মূলত বেসামরিক জনগণকে রক্ষার জাতিসংঘের নির্দেশ অনুযায়ী দেশটিতে নো ফ্লাই জোন আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চিফ অব ডিফেন্স স্টাফের মুখপাত্র মেজর জেনারেল জন লুরিমার বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৭৩ সালের আইনের সমর্থনে ব্রিটিশ সেনাবাহিনী যৌথভাবে আবারও লিবিয়ার বিামন প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। ’

এক বিবৃতিতে লুরিমার বলেন, ‘আইন বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার করতে এবং বিামন প্রতিরক্ষা স্থাপনা ধ্বংসের যৌথ বহিনীর পরিকল্পনার অংশ হিসেবে ইউকে টমাহক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ’

তবে হামলা বা এর ফলাফল নিয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে পশ্চিমা জোট বাহিনীর হামলার ষষ্ঠদিন বৃহস্পতিবার বিস্ফোরণ ও বিমান ধ্বংসকারী গুলিতে কেঁপে উঠেছে দেশটির রাজধানী ত্রিপোলি।

একইসঙ্গে লিবিয়ার বিমান বাহিনী প্রায় ধ্বংস হয় গেছে বলে এক ব্রিটিশ সেনা কর্মকর্তা জানিয়েছেন।

এছাড়া লিবিয়ার বিরুদ্ধে জোট বাহিনীর হামলায় সাফল্য আসছে এবং তা অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলে দুঁপে মন্তব্য করেছেন। একইসঙ্গে বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টিও নাকচ করে দেন তিনি।
 
আরটিএর রেডিওকে দুঁপে বলেন, ‘আমরা বিমান হামলা অব্যাহত রাখব। সেনা স্থাপনা ছাড়া আর অন্য কোথাও হামলা চালানো হচ্ছে না। ’

এ অভিযান সফল এবং যতদিন প্রয়োজন তা অব্যাহত থাকবে বলেও দুঁপে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।