ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, মার্চ ২৪, ২০১১
লিবিয়ায় বিমান হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বিক্ষোভ

কলম্বো: লিবিয়াতে পশ্চিমা নেতৃত্বধীন বিমান হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলম্বোতে জাতিসংঘ কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে শ্রীলঙ্কার শত শত  নাগরিক। খবর এএফপির।



আবাসনমন্ত্রী উইমাল  ওয়েরাওয়ানসার দলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জাতিসংঘ কম্পাউন্ডের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা পশ্চিমা বিরোধী শ্লোগান দেয় এবং যুদ্ধবিরোধী প্লাকার্ড বহন করে।      

বিক্ষোভ আয়োজকদের একজন চিৎকার করে বলছিলেন, ‘তারা লিবিয়ার তেল চায়, এজন্যই তারা বোমা বর্ষণ করে লিবিয়ার নিরপরাধ মানুষজনকে হত্যা করছে। আসুন পশ্চিমাদের আগ্রাসন থেকে গাদ্দাফিকে বাঁচাই। ’  

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনি লক্ষ্মণ পেইরিস বুধবার সংসদে বলন, কলম্বো বিমান হামলার অনুমোদন দেবে না।

বিক্ষোভকারীদের কয়েকজন বারাক ওবামাকে ‘খুনি’ বলে অভিহিত করে এবং অন্য কয়েকজন লিবিয়ায় গাদ্দাফির শক্ত ঘাটিতে বোমা হামলার অনুমতি দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দায়ী করে।

লিবিয়ার সঙ্গে সম্পর্ক খুবই ঘনিষ্ট উল্লেখ করে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পেইরিস সংসদকে জানান, দেশটি লিবিয়ার দুর্যোগ এবং সংকটের সঙ্গে একাত্মতা পোষণ করে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভের মুখে  জুলাইয়ে জাতিসংঘ কলম্বোতে তাদের কার্যালয় কয়েক মাসের জন্য বন্ধ বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা,মার্চ ২৪,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।