ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বপ্নের নায়কদের সান্নিধ্যে.....

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
স্বপ্নের নায়কদের সান্নিধ্যে.....

মস্কো: হেভি মেটাল ঘরানার গানের প্রচন্ড ভক্ত রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আর এক্ষেত্রে হেভি মেটাল রকব্যান্ড ‘ডিপ পারপেল’ তার সবচেয়ে বেশি পছন্দ।

আর পছন্দের গায়ক, নায়কদের সঙ্গে সাক্ষাতের স্বপ্ন কারই বা না থাকে।

প্রেসিডেন্ট মেদভেদেভও এর ব্যতিক্রম নন। তবে আর সব ভক্তদের থেকে একটি ক্ষেত্রে অনেক ব্যতিক্রম তিনি এবং অবশ্যই সফল। কারণ শেষ পর্যন্ত নিজের স্বপ্নের নায়কদের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।  

স্নায়ুযুদ্ধের সময় কাসিক্যাল রকব্যান্ডকে পশ্চিমা সাম্রাজ্যবাদী পপ সংস্কৃতি সম্প্রসারণের অপচেষ্টা বলে বর্ণনা করা হলেও রাশিয়াতে বরাবরই তা খুব জনপ্রিয় ।    

এ জনপ্রিয়তার ছোঁয়া কিশোর বয়সেই প্রেসিডেন্টের গায়ে লাগে এবং তখন থেকেই তিনি এ গানের একনিষ্ঠ ভক্তে পরিণত হন।

তাই ব্যান্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি তিনি। মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে ডিপ পারপেলের সদস্যদের সঙ্গে এক চা চক্রে মিলিত হন তিনি। সেখানে ৪৫ বছরের মেদভেদেভ জানান যে, ১২ বয়স থেকেই তিনি ‘ডিপ পারপেল’ এর ভক্ত।  

‘ডিপ পারপেল’ ছাড়াও মেদভেদেভ ‘ব্ল্যাক সাবাত’ এবং ‘লেড জেপেলিন’ রক ব্যান্ডেরও ভক্ত। তার আগের প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিটলস এবং অ্যাবা ব্যান্ডের ভক্ত ছিলেন।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘আমি যখন প্রথম ডিপ পারপেল ব্যান্ডের গান শুনতে শুরু করি তখন কখনোই ভাবিনি যে এভাবে চায়ের টেবিলে দেখা হয়ে যাবে। ’

এমনকি কমিউনিস্ট যুব সংগঠনে যোগদানের পর সেন্ট পিটার্সবার্গে ডিজে হিসেবে ডিস্কোতে তিনি রক মিউজিক বাজাতেন বলেও মেদভেদেভ জানান ।

তবে সে সময়কার নিয়ম কানুন খুব কড়া ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

এসময় দিমিত্রি মেদভেদেভের ১৫ বছরের ছেলে ইলাই বৈদ্যুতিক গিটার নিয়ে বাবার পছন্দের ব্যান্ডের সঙ্গে বাজানোর সুযোগ পায় বলে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।