ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে ৭ মাত্রার পরপর ২টি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১
মিয়ানমারে ৭ মাত্রার পরপর ২টি ভূমিকম্প

ওয়াশিংটন: মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পেরই মাত্রা ছিলো ৭ মাত্রার।

থাইল্যান্ড ও লাওস সীমান্তের কাছে এ ভ’মিকম্প হয় বলে জানায় ইউএস ভূতাত্ত্বিক জরিপ বিভাগ।

বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে অনুভ’ত এই ভ’মিকম্প থাইল্যান্ডের পাশে চিয়াংরাইয়ের ৬৯ কিলোমিটার উত্তরে এ ভ’মিকম্পের কেন্দ্রস্থল ছিলো।

প্রথম ভ’মিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ভ’পৃষ্ঠের অগভীরে মাত্র ৬.২ মাইল নিচে এবং দ্বিতীয়টি ছিলো ১৪২.২ মাইল গভীরে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে এ ভ’মিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএসজিএস।

পার্বত্য এই এলাকায় জনবসতি খুবই কম।

বাংলাদেশ সময় ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।