ব্রাসেলস: লিবিয়ার আকাশ পাহারা দিতে শুক্রবার নিজেদের পুরোপুরি প্রস্তত করেছে ন্যাটো বাহিনী। মুয়াম্মার গাদ্দাফির বিমানগুলোকে বাধা দিতে তারা এ উদ্যোগ নেয়।
তবে এ বাহিনীর লিবিয়ার পুরো সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব নেওয়া বিষয়ে এখনও বিতর্ক চলছে।
এদিকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর লিবিয়ায় বোমা বর্ষণের ঘটনায় তুরস্কের বিরোধীতা বিষয়ে দীর্ঘ সময় ধরে বিতর্কের হয়। এর পরই বৃহস্পতিবার দিন শেষে ন্যাটো লিবিয়ায় নো ফাই জোন আরোপে ভূমিকা রাখতে সম্মত হয়।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী তিন দিনের মধ্যে ন্যাটো আকাশ পাহারা দেওয়ার কাজ শুরু করবে। এর মধ্যে প্রয়োজন হলে তারা গাদ্দাফি বাহিনীর কোনো বিমানে গুলিও চালাতে পারবে। তবে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জোট বাহিনী ভূমি থেকে আক্রমণ চালানো গাদ্দাফির বাহিনীকে টার্গেট করবে বলেও জানা যায়।
কেননা তাদের উপর হামলা চালানো বিষয়ে এখনও কোনো পরিকল্পনা করেনি ন্যাটো।
এ বিষয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ‘ন্যাটোর দায়িত্ব আরও বাড়ানোর বিষয়টি আমরা বিবেচনা করে দেখছি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ’
তবে কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে লিবিয়া অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর প্রধান মুসলিম দেশ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি তুরস্ক। ২৮টি মিত্র দেশ একযোগে এ অভিযানকে সমর্থন করলেও তুরস্কের সমর্থনের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই অভিযানকে আরও বিস্তৃত করা যেতো।
এছাড়া এ সেনা অভিযানের রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এ বিষয়ক প্রশ্নেরও এখনও কোনো মীমাংসা হয়নি। ন্যাটোর অধীনে এ অভিযান পরিচালনা করলে তা আরবের মিত্রদের বিচ্ছিন্ন করে দেবে বলে সতর্ক করে দেয় ফ্রান্স।
দু’দিন ব্যাপী অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, ‘সবাইকে এ বিষয়টি অবশ্যই বুঝতে হবে যে ন্যাটোর হাতে ক্ষমতা হস্তান্তর করা হলেও এক্ষেত্রে রাজনৈতিক সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। ’
এদিকে জোট বাহিনী প্রথম থেকেই আরব দেশগুলোকে দলে টানার চেষ্টা করলেও এর মধ্যে শুধু কাতার এবং সংযুক্ত আরব আমিরাত লিবিয়ায় তাদের যুদ্ধ বিমান পাঠিয়েছে।
লিবিয়ায় যৌথ বাহিনীর সেনা অভিযান নিয়ে আগামী মঙ্গলবার একটি সম্মেলনের আয়োজন করেছে লন্ডন। এ সম্মেলন ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগের সব সদস্য দেশকে একত্রিত করবে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলে দুঁপে জানান।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১