ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন মঙ্গলবার লন্ডনে আয়োজিত একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। লিবিয়ায় জোট বাহিনীর হামলা বিষয়ে আলোচনা করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।
হিলারি কিনটনের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের পরাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ, আলে দুঁপে এবং আহমেত দাভুতুগলুর ফোনালাপের পর বৃহস্পতিবার এ সফরের ঘোষণা দেওয়া হয়।
লিবিয়া সংকটসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইন বাস্তবায়ন এবং এ সংঘর্ষে আক্রান্তদের মানবিক সাহায্য বিষয়ে সম্মেলনে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার জানান।
এদিকে লিবীয় উপকূলে নৌবাহিনী পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার সম্মত হয়েছে তুরস্ক। এক্ষেত্রে লিবিয়ার নাগরিকদের মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর হামলা থেকে রক্ষায় এ অভিযানে অংশ নেওয়া দেশগুলোর একত্রে কাজ করা উচিত বলে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ লন্ডন থেকে একটি বিবৃতিতে জানান।
এছাড়া এ সম্মেলন ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগের সব সদস্য দেশকে একত্রিত করবে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলে দুঁপে জানান।
বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, মার্চ ২৫, ২০১১