মস্কো: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি লিবিয়ায় বেসামরিক নাগরিকদের হত্যা এড়ানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একইসঙ্গে জাতিসংঘ আইনের আন্তর্জাতিক প্রচার সীমাবদ্ধ করারও আহ্বান জানান তিনি।
এদিকে লিবিয়ায় নো ফাই জোন আরোপে প্রণীত জাতিসংঘ আইন বিষয়ে ইতিবাচক মন্তব্যের জন্য মেদভেদেভকে ধন্যবাদ জানান ওবামা। তবে বেসামরিক নাগরিক হত্যা বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
লিবিয়া সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার মেদভেদেভ ওবামাকে আহ্বান জানান বলেও ক্রেমলিন থেকে জানানো হয়।
গত সপ্তাহে লিবিয়ায় নো ফাই জোন আরোপে জাতিসংঘের আইনে ভোট দেওয়া থেকে বিরত থাকে রাশিয়া। একইসঙ্গে লিবিয়ার শাসক গাদ্দাফিকে উৎখাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জাতিসংঘের সম্মতিরও কঠোর সমালোচনা করে দেশটি।
ওবামার সঙ্গে ফোনালাপে মেদভেদেভ তার এসব উদ্বেগের কথা উল্লেখ করেন বলে ক্রেমলিন থেকে জানানো হয়।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষত লিবিয়ায় বেসামরিক নাগরিকদের হত্যা এড়ানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৭৩ সালের আইনের বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার উপর অধিক জোর দেন। ’
এদিকে ওবামা নিরাপত্তা পরিষদের আইনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টির প্রশংসা করেন বলে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়। তবে বেসামিরক নাগরিকদের হত্যা বিষয়ে এতে কিছু উল্লেখ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘন্টা, মার্চ ২৫,, ২০১১