ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেজস্ক্রিয়ার কারণে দুই জাপানি পর্যটক হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
তেজস্ক্রিয়ার কারণে দুই জাপানি পর্যটক হাসপাতালে

সাংহাই: দুই জাপানি পর্যটকের শরীরে অস্বাভাবিক মাত্রায় তেজস্ক্রিয়া থাকায় তাদের চীনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বাণিজ্যিক বিমানে টোকিও থেকে চীনে পৌঁছানোর পর তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে দেশটির নিরাপত্তা সংস্থা জানায়।



বুধবার চীনের পূর্বের উইসি শহরে পৌঁছানোর পর তাদের শরীরে অস্বাভাবিক মাত্রার তেজস্ক্রিয়া ধরা পড়ে বলে অ্যাডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইন্সপেকশন অ্যান্ড কুয়ারান্টিন জানায়।

এ দু’জন পর্যটক জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে ২০০- ৩৫০ কিলোমিটার দূরে বসবাস করছিলেন বলে জানা যায়।

জাপানি দুই পর্যটকের জামা কাপড় এবং মালপত্র তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তারা অন্যের জন্য ক্ষতিকর নয় বলেও প্রকাশিত একটি বিবৃতিতে জানা যায়।

তবে তাদের শরীরে তেজস্ক্রিয়ার মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে জাপান থেকে বিমানে করে তাইওয়ান পৌঁছানো ২৬ যাত্রীর শরীরে তেজস্ক্রিয়া পাওয়া গেছে বলে গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ জানায়। তবে জুতা এবং জামা কাপড়ে অধিকাংশ তেজস্ক্রিয়া খুঁজে পাওয়ায় তা ক্ষতিকর নয় বলেও আশ্বস্থ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘন্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।