এবার কুকুর শাবক জন্ম দিয়েছে একটি ভেড়া। এমনটাই দাবি করেছেন ভেড়ার মালিক চীনের এক কৃষক।
কুকুরটির শরীরে মেষশাবকের মতো পশম থাকলেও তার মুখ, নাক, চোখ, থাবা এবং লেজ প্রায় কুকুরের মতো।
তবে একটি ভেড়ার কুকুর শাবক জন্ম দেওয়া অসম্ভব একটি ঘটনা হলেও উৎসুক মানুষ ওই নবজাতককে দেখার জন্য লু নায়িং নামের ওই কৃষকের খামারে ভিড় করছে বলে গবেষকরা জানিয়েছেন।
কিন্তু প্রকৃতিগতভাবে তা যতই অসম্ভব হোক, এ সত্য মানতে নারাজ ওই ভেড়া এবং তার অদ্ভুত দর্শন নবজাতকের মালিক লু। এমনকি তার ‘ভেড়া কুকুর‘ কুকুর শাবকের মতো খেলা করছে বলেও চীনের শানজি প্রদেশের ফুগু গ্রামের ওই কৃষক দাবি করেন।
তিনি বলেন, ‘মাঠে ভেড়া চড়ানোর সময় আমি ওই ভেড়াটিকে সন্তান প্রসব করতে দেখতে পাই। নবজাতকটি তখনও ভেজা ছিলো। ’
‘বাচ্চাটিকে দেখার জন্য কাছে যাওয়ার পর আমি বিমুঢ় হয়ে পড়ি। কারণ এটা দেখতে ছিলো খুবই অস্বাভাবিক। অনেকটা ভেড়া ও কুকুরের মাঝামাঝি। ’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি ভড়কে যাই। কারণ গত ২০ বছর ধরে আমি ভেড়া পালন করে আসছ্ িকিন্তু এ ধরনের পশু কখনো দেখিনি। ’
ভেড়া এবং কুকুর প্রাণীর সম্পূর্ণ দুই প্রজাতি বলে জিয়ান শহরের পশু ব্যবস্থাপনা প্রযুক্তি কেন্দ্রের গবেষক ইয়ু গাউঝাং বলেন। তাই কোনো ভেড়ার কুকুর শাবক জন্ম দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘হতে পারে এটি একটি অস্বাভাবিক ভেড়া। ’
বাংলাদেশ সময়: ১৪০১ ঘন্টা, মার্চ ২৫, ২০১১