ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ১৫ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
সিরিয়ায় ১৫ বিক্ষোভকারী নিহত

দারা: সিরিয়ায় নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধীদের মধ্যে সংঘটিত এক সংঘর্ষে বৃহস্পতিবার কমপক্ষে ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন।  

বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী পুরো শহর ঘিরে রেখেছে।

এদিকে বিক্ষোভকারীরা শুক্রবার জুমার নামাজের পর সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন ।

এর আগে সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীরা বুধবার দারা শহর প্রদক্ষিণ করেন।

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত এক সরকার বিরোধী বিক্ষোভকারীর শেষকৃত্য উপলক্ষে বিক্ষোভকারীরা দারা শহর প্রদক্ষিণ করেন। এসময় তাদের সরকার বিরোধী শ্লোগান দিতে শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় কত লোক রাস্তায় নেমেছিল তার সঠিক সংখ্যা জানা না গেলেও এ সংখ্যা কমপক্ষে বিশ হাজার হতে পারে বলে জানা যায়।  

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০০ সালে তার পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদের কাছ থেকে ক্ষমতা নেয়ার পর এবারই প্রথম এতটা চাপের মুখে পড়েছেন বলে বিশ্লেষকরা জানান।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা,মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।