ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত

পেশোয়ার: পাকিস্তানে বন্দুকধারীদের ছোড়া গুলিতে শুক্রবার ৮ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। খবর এএফপির
সরকারি কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় জাতিগত সহিংসতার কারণে শিয়া মুসলিমদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।

      

একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, আফগান সীমান্তের কাছে কিউরাম জেলার বাগান শহরে আগে থেকেই ওত পেতে থাকা বন্দুকধারীরা ওই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আক্রান্তরা সবাই শিয়া ছিল।

ওই এলাকায় সংখ্যাগরিষ্ঠ সুন্নী এবং সংখ্যালঘু শিয়াদের মধ্যে প্রায়ই জাতিগত সহিংসতা হয়ে থাকে।

স্থানীয় কর্মকর্তা ফজল হুসেইন এএফপিকে বলেন, বন্দুকধারীররা দুটি গাড়িতে করে এসেছিল। এসময় তারা ওই গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। এতে একজন মহিলা ও একটি শিশুসহ আটজন নিহত হয়।

আরেকজন স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা খালিদ ওমরজাই এই দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, তারা পালিয়ে যাওয়ার সময় দূরপাল্লার তিনটি গাড়ি থেকে আরো ২০ জন শিয়াকে অপহরণ করে নিয়ে যায়।

পাকিস্তানের মোট জনসংখ্যা ১৬ কোটি। এর মধ্যে ২০ভাগ শিয়া। ১৯৮০ সালের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন জাতিগত সহিংতায় ৪,০০০ ও বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা,মার্চ ২৫,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।