ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবক দখল করেছে জঙ্গি সংগঠন বোকো হারামে। চলতি বছরের এপ্রিলে এই শহর থেকেই দুই শতাধিক স্কুলছাত্রীকে অপরহণ করা হয়েছিল।
বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে জঙ্গিরা বোরনো রাজ্যের শহরটিতে অতর্কিত হামলা চালায়। তুমুল আক্রমণে নিরাপত্তা কর্মীরা পিছু হটলে বোকো হারামে শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এর আগে শহরের বাসিন্দাদের লক্ষ্য করে কয়েকবার হামলা চালায় বোকো হারামে। জঙ্গিদের দাবি, তারা নাইজেরিয়াকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য যুদ্ধ করে যাচ্ছে।
একইদিনে কানো শহরে একটি পেট্রোল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪