টোকিও: জাপান সরকার বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিদ্রের ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিদ্রের ফলে তেজস্ক্রিয়তার আক্রান্ত হয়ে দু’জন কর্মকর্তা হাসপাতালে ভর্তির প্রেক্ষিতেই এই তদন্ত চলছে।
বিদ্যুৎকেন্দ্রের চালক বলছে, একটি চুল্লির কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি থেকে বিপদজনক মাত্রার তেজস্ক্রিয়তা রেকর্ড করা হয়েছে।
পুলিশ বলছে, মার্চের ১১ তারিখে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামিতে নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।
এছাড়া ১৭,৪৪০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।
এতে হাজার হাজার লোক গৃহহীন হয়েছে। আড়াই লাখ লোক জরুরি আশ্রয় কেন্দ্র বাস করছে। খাদ্য, পানি এবং জ্বালানির স্বল্পতা দেখা দিয়েছে।
জাপান সরকার বলছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে ৩০৯ বিলিয়ন ডলার ব্যয় হবে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৫,২০১১