ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলে ভূপাতিত হওয়া মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ১৭ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে রাশিয়ার সরকারি এক টেলিভিশন চ্যানেল। সেখানে বলা হয়, ফাইটার জেট থেকে গুলি করে এমএইচ১৭ ভূপাতিত করা হয়।
ইউক্রেনিয়ান বিদ্রোহীরা এমএইচ১৭ গুলি করে ভূপাতিত করেছে- মস্কোর এমন তত্ত্বের সমর্থনে টিভি চ্যানেলটি এ সংবাদ প্রকাশ করেছে।
গত ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে প্লেনটি ভূপাতিত করা হয়। প্লেনের ২৯৮ যাত্রীদের মধ্যে সবাই মারা গেছেন।
ঘটনার পর থেকেই রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনিয়ান সামরিক জেটের হামলায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে পশ্চিমারা দাবি করছে, রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের হামলাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। আর হামলা করেছে রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা।
শুক্রবার রাতের নিউজ শো ‘ওদনাকো’তে ছবিগুলো প্রকাশ করা হয়। টিভিতে যেসব চিত্র দেখানো হয়েছে সেটি কয়েকজন বিশেষজ্ঞ পরীক্ষা করেছেন। তারা এটাকে ‘অতিরঞ্জিত’ ও ‘জাল’ বলে চিহ্নিত করেছেন।
ওয়েস্টার্ন স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে দেখা যায়, ইউক্রেনের পূর্বাঞ্চলে ফাইটার জেট থেকে যাত্রীবাহী একটি প্লেন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
অস্ট্রেলিয়ার ব্রিসব্রেনে জি-২০ সম্মেলনে ইউক্রেন নিয়ে রাশিয়া যখন পশ্চিমাদের তীব্র চাপের মধ্যে রয়েছে তখনই এমন ছবি প্রকাশ করা হলো।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪