ঢাকা: রাশিয়ার সঙ্গে আবখাজিয়ার সম্ভাব্য একত্রিকরণের প্রতিবাদে রাজধানী তিবলিসির রাস্তায় নেমে আসেন হাজার হাজার জর্জীয় নাগরিক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী প্লাকার্ড বহনের পাশাপাশি রুশ বিরোধী স্লোগান দেন তারা।
প্রতিবাদ র্যালিটির ডাক দেয় ককেশাস রাষ্ট্রটির প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট।
বিক্ষোভ র্যালিতে রাশিয়ার সঙ্গে আবখাজিয়ার সম্ভাব্য একত্রিকরণের পরিকল্পনার প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। তাদের আশঙ্কা ক্রিমিয়ার মত আবখাজিয়াকেও রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেবে রাশিয়া।
উল্লেখ্য, গত শতাব্দীর নব্বই দশকের প্রথমভাগে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার সময় রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় আবখাজিয়া অঞ্চল। রাশিয়াসহ এর মিত্র কয়েকটি দেশ আবখাজিয়ার স্বঘোষিত সরকারকে স্বীকৃতি দিলেও জাতিসংঘ এবং পশ্চিমা রাষ্ট্রসমূহ আবখাজিয়াকে এখনও জর্জিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে থাকে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪