ঢাকা: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলছেন ভিন্ন কথা।
পাকিস্তানের ভোয়া দিওয়া (পশতু সার্ভিস) রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাংবাদিকের এক প্রশ্নের জবাবেব পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (আইএসপিআর) এই মুখপাত্র জানান, আইএসের কিছু সদস্য পাকিস্তানে থাকতে পারে। কিন্তু তারা আসলে ক্ষতিকর নয়।
আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র মেজর জেনারেল অসিম সালিম বাজওয়া বলেন, নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে আইএস। এসব ঘটনাকে আমি বড় কোনো হুমকি বলে মনে করি না।
তালেবানের বিরুদ্ধে পাক সেনাবাহিনীর চলমান অভিযান সম্পর্কে বাজওয়া বলেন, সেনারা জঙ্গিদের পিছু হটিয়ে দিয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের দুটি ঘাঁটি থেকে জঙ্গিরা বিতাড়িত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪