ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেন

ঢাকা: কলম্বাস নয়, মুসলমানরাই আমেরিকা  আবিষ্কার করেন। ঐতিহাসিক এ ঘটনা ঘটে আমেরিকার আবিষ্কারক হিসেবে খ্যাত ক্রিস্টোফার কলাম্বাসের আণুমানিক তিনশ’ বছর আগে।



এমনটিই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি বলেন, কলম্বাস আমেরিকার মাটিতে পা রাখার তিনশ’ বছর আগে দ্বাদশ শতকে মুসলমানরা আমেরিকা আবিষ্কার করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম সামিটে যোগ দিতে আসা লাতিন আমেরিকার মুসলিম নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মুসলমানের সঙ্গে আমেরিকার সম্পর্ক বোঝাতে গিয়ে এরদোয়ান বলেন, ১২ শতক থেকেই লাতিন আমেরিকার সঙ্গে ইসলামের যোগাযোগ আছে। কেননা ১১৭৮ সালে মুসলিম নাবিকরা আমেরিকা আবিষ্কার করেন।

টেলিভিশন ভাষণে তুরস্কের রক্ষণশীল এ নেতা বলেন, কলম্বাসও ক্যারাবিয়ান উপকূলের পাহাড়ের চূড়ায় মসজিদের অস্তিত্বের কথা স্বীকার করেছেন।

আঙ্কারা ওই স্থানটিতে মসজিদ তৈরির জন্য প্রস্তুত ছিল বলেও এরদোয়ান জানান।

ইতিহাস বলছে, ভারতে যাওয়ার জন্য নতুন সামুদ্রিক পথ খুঁজতে দিয়ে ১৪৯২ সালে কলম্বাস আমেরিকা মহাদেশে পা রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।