ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিবক শহর পুনরুদ্ধার করল নাইজেরীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
চিবক শহর পুনরুদ্ধার করল নাইজেরীয় সেনারা

ঢাকা: নাইজেরিয়ার চিবক শহর বোকো হারামের হাত থেকে পুনরুদ্ধারের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহর দখলের দুইদিনের মাথায় তাদের সরিয়ে দিল নাইজেরীয় সেনারা।



চলতি বছরের এপ্রিলে এই শহর থেকেই দুই শতাধিক স্কুলছাত্রীকে অপরহণ করা হয়েছিল। চিবকের সেই ঘটনা সামাজিক মাধ্যমসহ বিশ্বব্যাপী আলোড়ন ফেলে।
এর আগে শহরের বাসিন্দাদের লক্ষ্য করে কয়েকবার হামলা চালায় বোকো হারামে। জঙ্গিদের দাবি, তারা নাইজেরিয়াকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য যুদ্ধ করে যাচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, চিবক শহরে অর্ধশতাধিক গাড়ি নিয়ে সেনাবাহিনী অভিযান চালায়। রোববারের সেনা অভিযানে অনেক বোকো হারাম সদস্য নিহত হয়। সেনারা আহত জঙ্গিদের গ্রেফতার করে। স্থানীয় একটি বাহিনীও অভিযানে অংশ নেয়।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, জঙ্গিরা আশেপাশে গ্রামের লুকিয়ে আছেন। তারা নিরাপদ নয়, কারণ যেকোনো সময় তারা আবার হামলা চালাতে পারে।
অনেক চিবক বাসিন্দা ভয়ে এলাকা ছড়ে দেশের অন্যত্র চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

** সেই চিবক শহর দখলে নিল বোকো হারামে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।