ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া বিষয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১
লিবিয়া বিষয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ওবামা

ওয়াশিংটন: লিবিয়া এবং মার্কিন নীতির ভবিষ্যৎ নিয়ে সোমবার দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ওবামা। হোয়াইট হাউস থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।



স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে তিনি এ ভাষণ দেবেন বলে জানা যায়। মূলত অধিকাংশ মার্কিনী এ সময় বাড়িতে অবস্থান করেন এবং টেলিভিশন দেখেন বলে এ সময়টি বেছে নেওয়া হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে বলা হয়, ‘এ ভাষণে ওবামা লিবিয়ার জনগণকে মুয়াম্মার গাদ্দাফির নৃশংসতা থেকে রক্ষা করতে মিত্রদেশগুলোর সঙ্গে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ন্যাটোর হাতে নেতৃত্ব হস্তান্তর এবং মার্কিন নীতির ভবিষ্যৎ বিষয়ে দেশের জনগণকে জানাবেন। ’   

এর আগে ওবামা মার্কিন জনগণের কাছে লিবিয়ায় আক্রমণের উদ্দেশ্য ও কৌশল বিষয়ে পরিষ্কার তথ্য দিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘন্টা, মার্চ ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।