ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার বিরোধীদের অস্ত্র সরবরাহের সম্ভবনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১
লিবিয়ার বিরোধীদের অস্ত্র সরবরাহের সম্ভবনা

ওয়াশিংটন: লিবিয়ার বিরোধীদের অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো। ওয়াশিংটন পোস্ট শনিবার এ তথ্য জানিয়েছে।



জাতিসংঘের আইনে এ সুযোগ আছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বিশ্বাস করে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রটি এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা যায়।

মূলত জাতিসংঘের এ আইনের ভিত্তিতে আন্তর্জাতিক মধ্যস্থতার জন্যই লিবিয়ায় এ হামলা চালানো হয়।

এদিকে ফ্রান্স এরই মধ্যে বিদ্রোহীদের প্রশিক্ষণ ও সশস্ত্র করছে বলে প্রকাশিত এ প্রতিবেদন সূত্রে জানা যায়।

লিবিয়া কৌশল বিষয়ে ওবামা সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে শুক্রবার হোয়াইট হাউস থেকে জানানো হয়। এর আগে শুক্রবার এ অভিযান বিষয়ে কংগ্রেসের নেতাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করেন ওবামা।

তবে লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে জোট বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে। শুক্রবার জোট বাহিনীর যুদ্ধ বিমান থেকে লিবিয়ার জালাইতেন এবং ওয়াতিয়া শহরে হামলা চালানো হয় বলে দেশটির সরকারি টেলিভিশনে প্রকাশ করা হয়।

এছাড়া ত্রিপোলির পূর্বের তাজুরা শহরতলিন সেনা স্থাপনায় তিনটি বড় ধরনের বিস্ফোরণ এবং ধোঁয়া দেখা যায় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।