ইয়াঙ্গুন: মিয়ানমারের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে পৌঁছাতে সংগ্রাম করতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভূমিকম্পের কারণে এ পর্যন্ত ৭৫ জন নিহত হওয়াসহ বিধ্বস্ত এলাকাগুলোর রাস্তা এবং কাঠের বাড়িঘর ভেঙ্গে গেছে বলে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়।
মিয়ানমারের সীমান্তবর্তী থাইল্যান্ড, লাওস এমনকি ভিয়েতনামের রাজধানী হ্যানয় পর্যন্ত ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
এর মধ্যে তার্লে, তাচিলেইক এবং মিয়ানমারের শান রাজ্যের পাশ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম ভূমিকম্পে বিধ্বস্ত হয়। এসব এলাকার শত শত বাড়ি, আশ্রম এবং সরকারি ভবন বিধ্বস্ত হয়।
তাচিলেক শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে এর এক বাসিন্দা ইন্টারনেটে জানান।
ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়া সম্পর্কে এক কর্মকর্তা বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন সমস্যার কারণে এখনও আমাদের অনেক দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। ’
এদিকে তাচিলেইকসহ ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোয় সহযোগিতা পৌঁছাতে দেশটির সামাজিক কল্যাণ ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী শনিবার নাইপাইদো ত্যাগ করেছেন।
তাচিলেইকের অধিকাংশ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হলেও সীমিত পর্যায়ে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে ওই এলাকার শান ন্যাশনালিটিস ডেমোক্রেটিক দলের সংসদ সদস্য সাই থেইন আং জানান।
তিনি বলেন, ‘আমরা কখনোও এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আশা করিনি এবং এ বিষয়ে আমাদের অতীত তেমন অভিজ্ঞতাও নেই। ’
এদিকে শুক্রবার ভূমিকম্প আক্রান্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটির পরারষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বলেন, ‘এ দুর্যোগে আক্রান্ত সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি। ’
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১