ওসাকা: জাপানের ফুকশিমা পরমাণু কেন্দ্রের পাশ্ববর্তী প্রশান্ত মহাসাগরের পানিতে স্বাভাবিকের তুলনায় এক হাজার ২৫০ গুণ বেশি তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত পরমাণু কেন্দ্রটির পরিচালকরা এ মাত্রা সনাক্ত করেন বলে পরমাণু নিরাপত্তা সংস্থা জানায়।
সংস্থাটির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এ পরীক্ষায় এক নম্বর চুল্লী থেকে কয়েকশ মাইল দূরের উপকূলবর্তী পানিতে স্বাভাবিকের তুলনায় ১৩১ থেকে এক হাজার ২৫০ দশমিক ৮ গুণ বেশি তেজস্ক্রিয় আয়োডিন সনাক্ত করা হয়। ’
এদিকে এ মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হলেও সামুদ্রিক প্রাণী এবং খাবারের ক্ষেত্রে এর প্রভাব কম বলে টেলিভিশনে প্রকাশিত এক সংবাদ সম্মেলনে অপর এক সংস্থার মুখপাত্র হাইদেহিকো নিশিয়ামা জানান।
তিনি বলেন, ‘একজন ব্যক্তি যদি এ পরিমাণ আয়োডিনযুক্ত ৫০০ মিলিলিটার পানি পান করেন তাহলে তা এক বছরের আয়োডিনের মাত্রা একসঙ্গে পূরণ করবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এটা খুবই উচ্চ মাত্রা। ’
‘তবে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে তেজস্ক্রিয়া চারদিকে ছড়িয়ে পড়ায় তা সামুদ্রিক প্রাণী বা খাবারের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলতে পারবেনা। ’
এর আগে এ মাত্রা ১২৬ গুণ বেশি বলে মঙ্গলবার এবং ১৪৫ গুণ বেশি বলে বৃহস্পতিবার টিইডিসিও থেকে জানানো হয়েছিলো।
গত ১১ মার্চ জাপানে ভূমিকম্প এবং সুনামি আঘাত করার পর দেশটির ফুকুশিমা অঞ্চলে অবস্থিত পরমাণু কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। এ সময় উত্তপ্ত চুল্লী ঠান্ডা করতে কর্মীরা হাজার হাজার টন সমুদ্রের পানি ব্যবহার করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১