পুরনো জিনিসপত্রের দোকান থেকে কেনা একটি চিত্র কর্মের দাম দাঁড়াতে পারে ৪০ মিলিয়ন পাউন্ড। আর যিনি এটা কিনেছিলেন তিনি সেটা স্রেফ ফ্রেমটা কাজে লাগতে পারে-ভেবে কিনেছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, ‘নদীর তীরে একটি বাড়ির ছবি’ সম্বলিত এই চিত্রকর্মটি ফরাসি চিত্রকর পল সেজানের প্রথম দিককার কাজগুলোর একটি।
ছবিটির ক্রেতা নর্থহ্যাম্পটনের ওই লোকটি তার নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এখনো জানিনা এত টাকা দিয়ে আমি কী করব। আমি তো আমার ভাগ্যকে প্রলুব্ধ করতে পারব না। ’
চার ফুট বাই তিনফুট আকারের ওই চিত্রকর্মটি তিনি ছয় বছর আগে কিনে কুঁড়েঘরে ফেলে রেখেছিলেন। স্বাক্ষর এবং তারিখ দেখে বোঝা যায় এটা ১৮৫৪ সালে আঁকা হয়েছিল।
তিনি বলেন, নর্থহ্যাম্পটনের হাতের সেলাই করা পুরনো জিনিসপত্র বিক্রি করে এরকম একটি দোকান থেকে এটা কিনেছিলেন।
কত দিয়ে কিনেছিলেন তা ঠিক মনে না থাকলেও সম্ভবত একশ পাউন্ডেরও কম দিয়েছিলেন বিক্রেতাকে-বলেন তিনি।
চিত্রকলার ইতিহাস বিষয়ক একটি বই ঘাটতে গিয়ে তিনি ওই বইয়ের একটি ছবির সঙ্গে, যার শিল্পী পল সেজানে মিল খুঁজে পান।
তার সন্দেহ হলে তিনি ওয়েলিংবোরোগের নর্থহ্যান্টসে অবস্থিত উলসফোর্ডের টিম কনরাডের নিলামের দোকানে যান।
কনরাড তাকে জানান, স্বাক্ষর, তুলির আচড় দেখে মনে হচ্ছে এটা পল সেজানের আঁকা।
কনরাড বলেন, যদি তাই হয় তাহলে এটা ৪০ মিলিয়ন ডলারে বিকোবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা,মার্চ ২৬,২০১১