ঢাকা: আফ্রিকান জঙ্গলের রাজা কে? এ প্রশ্নের উত্তরে যে কেউ এক কথায় উত্তর দেবেন সিংহ। কিন্তু সিংহ আফ্রিকার জঙ্গলরাজ হলেও জঙ্গলের দানব আসলে ঐরাবত ।
জাম্বিয়ার বিস্তীর্ণ সাভান্নায় বিচরণের সময় পাল থেকে বিচ্ছিন্ন একটি হাতির বাচ্চা পানি খেতে এসেছিলো নিকটস্থ নদীতে। জানতো না কাছেপিঠেই ওত পেতে বসে আছে এক পাল ক্ষুধার্ত সিংহ। হাতের কাছে এমন লোভনীয় শিকার পেয়ে দেরি না করে পালের ১৪টি সিংহ হামলে পড়ে হাতির বাচ্চার ওপর।
কেউ বাচ্চা হাতিটির পা টেনে ধরে, কেউবা টেনে ধরে শুড়। সবচেয়ে বড় সিংহটি উঠে বসে হাতির বাচ্চাটির পিঠে।
কিন্তু সিংহগুলোর সাঁড়াশি হামলার মুখেও মাথা নোয়ায়নি সাহসী হাতির বাচ্চাটি। একাই বীর বিক্রমে সে লড়ে যায় ১৪টি সিংহের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে জাম্বিয়ার সাভান্নাহর চিনজোমবো ক্যাম্পের পাশে। এ সময় পাশ দিয়েই যাচ্ছিলো একটি সাফারি দল। সেই সাফারির অতিথিদের ভিডিও ক্যামেরায় ধরা পড়ে সেই অসম লড়াইয়ের চিত্র। সাফারির অতিথি পর্যটকরা রণজয়ী হাতির বাচ্চাটির নাম দিয়েছে হারকিউলিস।
ভিডিওতে দেখা যায়, লড়াইয়ে একবারের জন্যও রণে ভঙ্গে দেয়নি হাতির বাচ্চাটি। বরং কৌশলে একে একে পরাস্ত করে পূর্ণ বয়স্ক সিংহগুলোকে। এমনকি একটি সিংহীর ওপর চড়াও হলে প্রাণভয়ে ভো দৌড় দেয় সিংহীটি।
হাতির বাচ্চাটির বয়স এখনও কম থাকায় হয়তো সে এত সাহস দেখাতে সক্ষম হয়েছে। তবে এই লড়াইয়ের পর আসলে আরেকবার নির্ধারিত হলো অাফ্রিকার জঙ্গলের সম্রাট আসলে কে।
আফ্রিকার জঙ্গলের যে কোনো পশুর জন্য একটি ক্ষুধার্ত সিংহের বিরুদ্ধে লড়াই করা নিঃসন্দেহে কঠিন। কিন্তু একাই ১৪টি ক্ষুধার্ত সিংহের বিরুদ্ধে লড়াই করা যে কোনো প্রাণীর পক্ষেই নিঃসন্দেহে অভূতপূর্ব।
কিভাবে এক পাল ক্ষুধার্ত আফ্রিকার সিংহকে একাই ধাওয়া করছে একটি বাচ্চা হাতি তা উপভোগ করতে দেখুন নিচের ভিডিওটি।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪