ঢাকা: আদালতের নির্দেশে হংকংয়ের আন্দোলনকারীদের (একাংশ) সরিয়ে দিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা রাজধানীর প্রধান বাণিজ্যিকে কেন্দ্রে তাবু গেড়ে অবস্থান নিয়েছিল।
সম্প্রতি যে সিটিক টাওয়ারের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল তার মালিক হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি তার সমস্যার কথা তুলে ধরে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার অনুরোধ করেন। আদালত তারই প্রেক্ষিতে রুল জারি করেন। এরপরই মঙ্গলবার অ্যাডমিরালটি জেলার ওই (নভেম্বর ১৮) বিক্ষোভকারীদের উঠিয়ে দেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়, আন্দোলনরত ছাত্রছাত্রীরা পুলিশের উচ্ছেদ কাজে কোনো বাধা দেননি। এমনকি অনেকে তাবু ও বেষ্টনী ভেঙ্গে দিতে পুলিশকে সাহায্য করেছেন।
এদিকে আরেকটি বিক্ষোভস্থল মং কক ভেঙ্গে দেওয়ার জন্যও দেশটির হাইকোর্ট নিদের্শ দিয়েছেন।
২০১৭ সালের হংকংয়ের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে চীনের হস্তক্ষেপ বন্ধ করার জন্য অক্টোবরের শুরু থেকেই গণতন্ত্রপন্থীরা রাজপথে আন্দোলন করছেন।
হংকং ও বেইজিংয়ের পক্ষ থেকে বিক্ষোভকে অবৈধ বলা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪