দামাসকাস: চলমান বিক্ষোভের মুখে সিরিয়া দুইশরও বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে-যাদের বেশির ভাগই ইসলাম পন্থি। এরা দেশটির অখ্যাত কারাগার ছাদনায়ায় বন্দী ছিল।
সিরিয়ার মানবাধিকার বিষয়ক প্রধান পর্যবেক্ষক রামি আব্দুল রহমান এএফপিকে জানান, শুধু স্বাক্ষর দিয়ে কর্তৃপক্ষ ছাদনায়া কারাগারের দুইশরও বেশি ইসলামপন্থি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়।
এ মাসে ব্যাপক রাজনৈতিক সংস্কারের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটিতে প্রায় ৫০ বছর ধরে বাথ পার্টির শাসন চলছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৃহস্পতিবার এ মাসে আটক বন্দীসহ সকল রাজনৈতিক বন্দীর মুক্তির পাশাপাশি ১৯৬৩ সাল থেকে জারি করা জরুরি অবস্থা তুলে নেয়ার প্রুতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু তারপরও বিক্ষোভকারীরা তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৬,২০১১