ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাদ্দাফির হাতছাড়া হলো লিবিয়ার তেল সমৃদ্ধ শহর আজদাবিয়া

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৪, মার্চ ২৭, ২০১১
গাদ্দাফির হাতছাড়া হলো লিবিয়ার তেল সমৃদ্ধ শহর আজদাবিয়া

আজদাবিয়া(লিবিয়া): লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ আজদাবিয়া শহর কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর কাছ থেকে  আবারও দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

শনিবার পশ্চিমা বাহিনীর বিমান হামলার সহযোগিতায় তারা এ শহর দখল করে নিতে সক্ষম হয় বলে জানা গেছে।

বিষয়টি এএফপি ও বিবিসি তাদের সংবাদদাতার বরাতে প্রকাশ করেছে।

শহরটি দখলে নিয়ে বিদ্রোহীরা ট্যাংক ও সামরিক যান নিয়ে আনন্দ উল্লাস করে।   গাদ্দাফি বাহিনী পশ্চিমের বেরেগা শহরের দিকে চলে যায়।

বিবিসির প্রতিবেদনে লিবিয়া সরকারের একজন মন্ত্রী জানান, পশ্চিমা বাহিনীর ব্যাপক হামলার মুখে তাদের বাহিনী শহরটি ত্যাগ করেছে।

জাতিসংঘের অনুমোদন নিয়ে পশ্চিমা বাহিনীর বিমান হামলা চালানোর ৭দিন  পর বিদ্রোহীরা শহরটি দখলে নিতে সক্ষম হলো।

এর আগে পশ্চিমা জোট শনিবারও এ শহরকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়।

উল্লেখ্য, আজদাবিয়া শহর কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। একে দেশটির ২য় বৃহত্তম বেনগাজী শহরের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। তেল সমৃদ্ধ এ নগরী দখলে নিতে বিদ্রোহীদের প্রচেষ্টা জোরদার করতে পশ্চিমা জোট বাহিনী আজদাবিয়ার প্রবেশ পথে গাদ্দাফির বাহিনীর ওপর শুক্রবার ব্যাপক বিমান হামলা চালায়। প্রায় ১লাখ লোক বসবাসকারী এ শহরটি দখলে নিতে তারা ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর টর্নেডো জঙ্গি বিমান থেকে ব্রিমস্টোন ক্ষেপনাস্ত্র হামলাও চালায়।

বাংলাদেশ সময়: ০২১৫ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।