ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় জোট বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
লিবিয়ায় জোট বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহত

ত্রিপোলি: লিবিয়া পশ্চিমা জোট বাহিনী শনিবার  নতুন করে হামলা চালিয়েছে। হামলায় সামরিক ও বেসামরিক বহু নাগরিক নিহত হয়েছেন।

একজন সরকারি মুখপাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে এ তথ্য জানান।

মুখপাত্র মোসা ইব্রাহিম বলেন, চার ঘণ্টা ব্যাপী বিরতিহীন ভাবে জোট বাহিনী আমাদের ওপর পূর্ণ শক্তি ব্যবহার করে হামলা চালিয়েছে। তিনি বলেন, অব্যাহত হামলায় আমরা সামরিক ও বেসামরিক বহু জীবন হারিয়েছি।  

লিবিয়ায় জোট বাহিনীর হামলায় হতাহতের ঘটনাকে জাতিসংঘের সমর্থনে হত্যা এবং অবৈধ বলে উল্লেখ করেন ইব্রাহিম।

 জরুরি বৈঠকে ইব্রাহিম অবিলম্বে লিবিয়ায় বিমান হামলা বন্ধেরও আহ্বান জানান।

এদিকে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ আজদাবিয়া শহর কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর কাছ থেকে শনিবার জোট বাহিনীর হামলার পর আবারও দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

উল্লেখ্য, চার দশকের বেশি সময় ক্ষমতা আঁকড়ে থাকা গাদ্দাফির পতনের লক্ষ্যে মিত্র বাহিনী লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।