দামাসকাস: সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে শনিবার নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এই দিন দুইজন বিক্ষোভকারী নিহত হওয়ায় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ক্ষমতায় থাকা বার্থ পার্টির প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে।
টানা বিক্ষোভের মুখে সিরিয়ার কর্তৃপক্ষ ২৬০ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে৷যাদের বেশির ভাগই ইসলাম পন্থি। এরা দেশটির অখ্যাত কারাগার ছাদনায়ায় বন্দী ছিল। লন্ডন ভিত্তিক অধিকার গ্রুপ শনিবার এ কথা জানিয়েছে।
গত ১৫ মার্চ শুরু হওয়া আন্দোলনে সিরিয়ায় বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভিন্ন সংঘর্ষে অন্তত ২৭ জন মানুষ নিহত হয়েছে বলে একজন সরকারি কর্মবর্তা নিশ্চিত করেছে।
এদিকে, বিক্ষেভকারীরা দাবি করেন নিরাপত্তা বাহিনীর হামলায় এপর্যন্ত কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছে। শুধুমাত্র বুধবারের ডেরা শহরে বিক্ষোভকারীদের ওপর হামলায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলেও জানান তারা।
তিউনিশিয়া, মিশর লিবিয়ার মতো, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দিন দিন উত্তাল হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১