ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় সহিংসতা বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মার্চ ২৭, ২০১১
সিরিয়ায় সহিংসতা বেড়েই চলেছে

দামাসকাস: সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে শনিবার  নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এই দিন দুইজন বিক্ষোভকারী নিহত হওয়ায় বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ক্ষমতায় থাকা বার্থ পার্টির প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে।

খবর এএফপির।  

টানা বিক্ষোভের মুখে সিরিয়ার কর্তৃপক্ষ ২৬০ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে৷যাদের বেশির ভাগই ইসলাম পন্থি। এরা দেশটির অখ্যাত কারাগার ছাদনায়ায় বন্দী ছিল। লন্ডন ভিত্তিক অধিকার গ্রুপ শনিবার এ কথা জানিয়েছে।

গত ১৫ মার্চ শুরু হওয়া আন্দোলনে সিরিয়ায় বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিভিন্ন সংঘর্ষে অন্তত ২৭ জন মানুষ নিহত হয়েছে বলে একজন সরকারি কর্মবর্তা নিশ্চিত করেছে।

এদিকে, বিক্ষেভকারীরা দাবি করেন নিরাপত্তা বাহিনীর হামলায় এপর্যন্ত কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছে। শুধুমাত্র বুধবারের ডেরা শহরে বিক্ষোভকারীদের ওপর হামলায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলেও জানান তারা।  

তিউনিশিয়া, মিশর লিবিয়ার মতো, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দিন দিন উত্তাল হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।