ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুটি কেক কাটার সিদ্ধান্ত নিলেন উইলিয়াম ও কেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
দুটি কেক কাটার সিদ্ধান্ত নিলেন উইলিয়াম ও কেট

লন্ডন: ব্রিটেনের রাজ পরিবারে রাজকীয় বিয়ের উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই। আর এরই ধারাবাহিকতায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন রোববারে এক ঘোষণায় বলেন, তারা বিয়ে উপলক্ষে একটি নয় দুটি কেক নিচ্ছেন।



এ জুটি বলেন, তারা উইলিয়ামের শৈশবের প্রিয় চকোলেট বিস্কুট কেকের মত ফুলেল ডিজাইন যুক্ত ঐতিহ্যবাহী যুগল-বন্দী ফ্রুট কেক তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান কেকটি ২৯ এপ্রিলে বাকিংহাম প্যালেস অভ্যর্থনা কক্ষে কেন্দ্রীয় মঞ্চে রাখা হবে। কেকটি তৈরির দায়িত্ব পেয়েছেন সেলিব্রেটি কেকমেকার ফাইওনা কাইরন্স।  

কাইরন্স বলেছেন, কেকটির ডিজাইন করায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন কেট । কাইরন্স জানান, কেট শুরু থেকেই এ ব্যাপারে আমাদের খুব শক্ত ধারণা দিয়ে দিক নির্দেশনা দেন।

জোসেফ ল্যামবেথ কৌশলে ঐতিহ্যবাহী ইংরেজ স্টাইলে কেকটি সাজানো হবে। যাতে ত্রিমাত্রিক স্ক্রোলের কাজ করা হবে। এতে থাকবে ক্রিম ও সাদা বরফের সঙ্গে শক্ত ব্রিটিশ ফুলেল থিম।

 কেকটি তৈরি হবে মিষ্টি আঙ্গুর, বাদাম, চেরি, কমলা ও লেবুর মত ফল ফ্রেন্স ব্র্র্যান্ডি, ডিম এবং আটা দিয়ে।

আগামী ২৯ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কেট ও উইলিয়াম। রাজ ক্ষমতার উত্তরাধিকারী, চার্লস এবং প্রয়াত প্রিন্সেস ডাযনার বড় ছেলে উইলিয়ামের বিয়ে নিয়ে রাজ পরিবারের মতোই সারা বিশ্ব উৎসুক দৃষ্টিতে অপেক্ষা করছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।