ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে সেনা অভিযানে ২২ কাচিন বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
মায়ানমারে সেনা অভিযানে ২২ কাচিন বিদ্রোহী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কাচিন বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মায়ানমারের সেনাবাহিনী। বুধবার চীন সীমান্তের কাছে কাচিনদের ঘাঁটিতে দেশটির সেনাবাহিনী মর্টার হামলা চালায়।

এতে ২২ জন কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) সদস্য নিহত হয়।

কেআইএ‘র পক্ষ থেকে এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।

কেআইএ’র মুখপাত্র লা নান জানান, সরকারি বাহিনী তাদের ব্যবহৃত প্রশিক্ষণকেন্দ্র লাইজায় হামলা চালালে ২২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও রয়েছেন। এছাড়া ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

লা নান আরো জানা, গত তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। ২০১১ সাল থেকে এ পর্যন্ত হামলায় ৩০০ বিদ্রোহী নিহত ও ৪০০ জন আহত হয়েছে।
১৭ বছরের শান্তিচুক্তি ভেঙ্গে ২০১১ সাল থেকে কেআইএ মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বর্তমানে সংঘর্ষ এড়াতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছিল সরকারের। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসিয়ান সম্মেলনে মায়ানমারে এসে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।