ঢাকা: প্রায় অর্ধ কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৈধ কাগজপত্রের অভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার অপেক্ষায় থাকা ৪৭ লাখ অবৈধ অভিবাসীর বহিষ্কার স্থগিত করে তাদের শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেয়ার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটায় রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত টেলিভিশন বক্তৃতায় এ ঘোষণা দেন ওবামা।
বৃহস্পতিবারের ভাষণে একই সঙ্গে তার অভিবাসন নীতি প্রসঙ্গে বিরোধী রিপাবলিকানদের অভিযোগও খণ্ডন করেন তিনি।
রিপাবলিকানদের অভিযোগ কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট ওবামা নিজের ইচ্ছানুযায়ী অভিবাসন নীতি বাস্তবায়ন করছেন।
অভিযোগ খণ্ডন করে ওবামা বলেন, গণ সাধারণ ক্ষমা অশোভন, আবার গণহারে বহিষ্কার একদিকে যেমন অসম্ভব এবং তেমনি আমাদের জাতীয় চরিত্রের বিপরীত। আমাদের দায়িত্বশীলতা, সাধারণ মূল্যবোধ এবং মধ্যবর্তী পদক্ষেপের পথ গ্রহণ করতে হবে।
এদিকে এ পদক্ষেপে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার নতুন করে রশি টানাটানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণই হাতে নিয়েছে রিপাবলিকানরা। প্রথম থেকেই ওবামার অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে তারা। কিন্তু রিপাবলিকানদের বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের নির্বাহী ক্ষমতার জোরেই অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার এ ঘোষণা দেন ওবামা।
এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব সময়ই অভিবাসীদের দেশ ছিলো এবং অভিবাসীদের দেশ থাকবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ কোটি দশ লাখ অবৈধ অভিবাসী আছে বলে ধারণা করা হয়।
ওবামার ঘোষণা অনুযায়ী যে সব অবৈধ অভিবাসী শিশু অবস্থায় তাদের পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলো তারা থাকার অনুমতি পাবেন। পাশাপাশি বৈধ কাগজপত্রহীন শিশুদের পিতামাতারাও শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে বসবাস করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই তাদের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড খতিয়ে দেখা হবে।
টেলিভিশন বক্তৃতায় একই সঙ্গে অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে কঠোর নজরদারির ঘোষণা দেন ওবামা। তিনি বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদের নিশ্চিতভাবে ধরা পড়ে স্বদেশে ফেরত যেতে হবে।
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪