ঢাকা: ২০১৪ সালের সেরা আবিষ্কার হচ্ছে মঙ্গলযান। টাইম ম্যাগাজিনের বিশ্বখ্যাত ২৫টি সেরা আবিষ্কারের মধ্যে নভোযান শীর্ষস্থানে রয়েছে।
মঙ্গলযান সম্পর্কে টাইম জানায়, কেউই প্রথমবারের চেষ্টায় মঙ্গলে যেতে পারে নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয় ইউনিয়ন যেটা পারেনি সেটা ভারত পেরেছে। ভারতীয় নভোযানটি যখন লাল গ্রহের (মঙ্গল) কক্ষপথে পৌঁছায় তখন এশিয়ার অন্যান্য দেশ সাহসও দেখায়নি।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মানুষবিহীন ভারতীয় নভোযান মঙ্গলযান মঙ্গলে পৌঁছায়। এর পেছনে খরচ হয় ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪