রাস লানুফ: লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত বিদ্রোহীরা রোববার দেশটির পূর্বের তেলসমৃদ্ধ রাস লানুফ এবং এর পশিচমের বিন জাওয়াদ শহর দখল করে নিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
রাস লানুফ শহরটি বিদ্রোহীদের মূল ঘাঁটি বেনগাজি থেকে ৩৭০ কিলোমিটার এবং আজদাবিয়া থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে সপ্তাহব্যাপী পশ্চিমা বাহিনীর হামলার পর শনিবার আজদাবিয়া শহরটি আবারও বিদ্রোহীদের দখলে আসে।
এর আগে গত ১২ মার্চ গাদ্দাফির বাহিনী শহরটি দখল করেছিলো।
বিদ্রোহীরা রাস লানুফ শহর দখলের পর রাস্তায় অস্ত্র পড়ে থাকতে এবং বিধ্বস্ত রাস্তা ও ভবন দেখা যায়।
এছাড়া স্থানীয় সময় সকাল ৯টায় ফ্রান্সের বিমান হামলার সুবিধা নিয়ে বিদ্রোহীরা বিন জাওয়াদ শহরটি দখল করে নেন বলে জানা যায়। এ সময় শহরটির রাস্তায় বেশ কয়েকটি বিধ্বস্ত ট্যাঙ্ক পড়ে থাকতে দেখা যায়।
এদিকে বিদ্রোহীদের হামলায় পিছু হটতে বাধ্য হওয়া গাদ্দাফির বাহিনী লিবিয়ার নেতার শহর সিরতের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘন্টা, মার্চ ২৭, ২০১১