ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৩ মাত্রা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে শনিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
ইউএসজিএসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে সিচুয়ানের লেশান শহরের ১০৩ কিলোমিটার পশ্চিমে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
তবে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪