ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের আক্রমণ: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১
ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের আক্রমণ: নিহত ৭

সানা: ইয়েমেনে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের আক্রমণে রোববার  সাতজন সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। খবর এএফপির।

 

রাজধানীর পূর্বের মারিবে সামরিক যানকে লক্ষ্য করে চালানো এক আক্রমণে ছয়জন নিহত ও চারজন আহত হন।

মারিবের দুই মাইল উত্তরে সংঘটিত এ আক্রমণে ব্যবহৃত জঙ্গিদের দুটি যান আটক করা হয়েছে বলে এক সেনা মুখপাত্র জানান ।

মারিবের কুখ্যাত আল-কায়েদা নেতা আয়েদ আল-শাবওয়ানি এই আক্রমণে নেতৃত্ব দেন বলে এক  আদিবাসী সূত্রে জানা যায়।

এদিকে দেশের আবইয়ান প্রদেশের জার শহরের একটি সরকারি ভবন পাহারা দেওয়ার সময় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অপরজন নিহত হন বলে এক সেনা কর্মকর্তা জানান । এটি আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা,মার্চ ২৭,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।