ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
চীনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের গাও ইউ

ঢাকা: চীনে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে সে দেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে শনিবার তার বিরুদ্ধে মামলা করে দলটি।



এ বিষয়ে দ্য গ্লোবাল টাইমস জানায়, এক সম্পাদকীয়তে সাংবাদিক গাও ইউ স্পষ্টতভাবে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিষয়ের নির্দেশনাকে ফাঁস করে দিয়েছেন।

বলা হয়েছে,  রাষ্ট্র এ ধরনের তথ্যকে গোপনীয় বলে অভিহিত করেছে। একমাত্র রাষ্ট্র যদি এ ধরনের তথ্য প্রকাশ করে তাহলেই তা সংবাদমাধ্যম তা  প্রকাশ করতে পারে। নইলে নয়।

সাংবাদিক গাওয়ের বিরুদ্ধে দায়ের মামলায় বলা হয়েছে, চীনকে বহির্বিশ্বে সমালোচনার মুখোমুখি করার উদ্দেশ্যে  সাংবাদিক গাও সম্পাদকীয়টি লিখেছিলেন।

দ্য গ্লোবাল পোস্ট জানায়, পশ্চিমা দৃষ্টিকোণ থেকে সমালোচনার মনোভাব নিয়ে সম্পাদকীয়টি লেখা হয়েছিল। গাও ইউ মূলত বাক-স্বাধীনতার বিষয়েই বক্তব্য তুলে ধরেছিলেন তার সম্পাদকীয় লেখায়।

তবে ৭০ বছর বয়স্ক এই নারী সাংবাদিক গাও ইউ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার রুদ্ধদ্বার এক শুনানিতে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতে পারে।

স্থানীয় পত্রপত্রিকা গাওয়ের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রামাণ্য দলিল সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। তবে এই দলিলকে বলা হচ্ছে- ‘দলিল-০৯’।

অন্যান্য সংবাদমাধ্যম জানাচ্ছে, সাংবাদিক গাও চীনের সর্বোচ্চ নেতা জিং জিনপিংয়ের অগ্রাধিকারের সঙ্গে দলটির পরিকল্পনার ফাঁরাকটি তুলে ধরেছিলেন। এটি পশ্চিমা সভ্যতার বিচারিক স্বচ্ছ্বতা ও জনগণের স্বাধীনতাকে নির্দেশ করেছিল।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।