ঢাকা: ভারতের উত্তর প্রদেশের প্রভাবশালী রাজনৈতিক দল সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবের ৭৫তম জন্মদিন রোববার (২২ নভেম্বর)। জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে তার জন্মদিন উদযাপন করছেন নেতাকর্মীরা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বর্ষিয়ান রাজনীতিক মুলায়েম সিংয়ের জন্মদিন উদযাপনের অংশ হিসেবে সমাজবাদী পার্টির কেন্দ্রীয় কার্যালয়, মুলায়েম সিংয়ের বাসভবন ও তৎসংলগ্ন এলাকা তোরণে-ব্যানারে-ফেস্টুনে-বেলুনে জমকালো সাজ নিয়েছে।
শতাধিক তোরণ লাগিয়ে এতো বেশি সাজানো হয়েছে যে, অনেকের মনে হতে পারে বড়দিন উৎসব বুঝি অনেক আগেই চলে এলো।
তবে, ভারতের জাতীয় সংসদের (লোকসভা) বর্তমান সদস্য ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়েমের জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ ‘কেক’। ৭৪ বসন্ত পার করে ৭৫ বছরে পা দেওয়া মুলায়েমের জন্য ৭৫ ফুট জন্মদিনের কেক তৈরি করা হয়েছে। রোববার রাত ১২টায় (২২ নভেম্বরের শুরুতেই) এই কেক কেটে জন্মদিন উদযাপন করেন আলোচিত এ রাজনীতিক।
অবশ্য, উত্তর প্রদেশের এ প্রভাবশালী রাজনীতিকের ব্যয়বহুল জন্মদিন উদযাপনের সমালোচনায় মেতেছে বিরোধী রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমগুলো।
কিছু কিছু সংবাদ মাধ্যম মুলায়েমের এ জন্মদিন উদযাপনের অর্থের যোগান কোনো কোনো মাফিয়া ডনের পক্ষ থেকে এসেছে বলেও অভিযুক্ত করেছে।
তবে, যতই আলোচনা-সমালোচনা হোক, আপাতত দু’দিন জন্মদিনের উৎসবে ডুবে থাকতে চান মুলায়েমের রাজনৈতিক শিষ্য ও সতীর্থরা।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪