ঢাকা: জাপানের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮ মাত্রা।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে’র উদ্ধৃতি দিয়ে শনিবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ওমাচির ১৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ২।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানায় ইউএসজিএস।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪