ঢাকা: নির্দিষ্ট সময়ে হচ্ছে না ইরানের সঙ্গে ছয়জাতির পারমাণবিক কর্মসূচি চুক্তি। তাই ভিয়েনায় ছয় বিশ্বশক্তির সঙ্গে নতুন করে সময়সীমা বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে।
আজ রোববার রাতে শেষ হচ্ছে আলোচনার সময়সীমা। কাল সোমবার দুই পক্ষের একটি স্থায়ী সমঝোতায় পৌঁছার সময়সীমা শেষ হবে।
পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় নিয়ে গত মঙ্গলবার অস্টিয়ার ভিয়েনায় আলোচনা শুরু হয়।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাদের ও ইরানের মধ্যে আলোচনায় মতপার্থক্য রয়েছে। এটি দূর করতে তারা কাজ করছেন।
গত শুক্রবার প্যারিস সফর বাতিল করে পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার জন্য ভিয়েনায় পৌঁছান কেরি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফের সঙ্গে শনিবার বিকেলে আলোচনার টেবিলে বসেন।
ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসা ছয় বিশ্বশক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪