ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বাস টার্মিনালে বোমা হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
ইরাকে বাস টার্মিনালে বোমা হামলায় ৫ জন নিহত

ঢাকা: ইরাকে গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

রোববার সকালে রাজধানী বাগদাদের দক্ষিণে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ইউসুফিয়া শহরের একটি বাস টার্মিনালে হামলা চালানো হয়।

হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও ২০১১ সালে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকেই দেশটি চরমপন্থি সুন্নি বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) হুমকির সম্মুখীন। ইতোমধ্যেই জঙ্গি সংগঠনটি দেশটির এক তৃতীয়াংশ অঞ্চল দখল করে নিয়ে স্বঘোষিত ‘খেলাফত’ কায়েম করেছে।

এদিকে রোববারও আইএস এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে ইরাকে। দিয়ালা প্রদেশের সাদিয়াহ শহরে অগ্রগতি দাবি করেছে সরকারি সেনারা। সরকারি বাহিনী শহরের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণের দাবি করলেও লড়াই এখনও চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

এছাড়া সাদিয়াহ শহরের নিকটবর্তী জালাওলাহ শহরেও অগ্রাভিযান শুরু করেছে কুর্দি পেশমার্গা বাহিনী। তবে শহরটির নিয়ন্ত্রণ আসলে কার হাতে নিরপেক্ষ কোনো সূত্র থেকে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে রোববার আইএস এর বিরুদ্ধে লড়াই ইরাকি সেনা, পেশমার্গা এবং শিয়া জঙ্গি মিলিয়ে মোট দশজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তবে আইএস এর তরফে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।