ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৪৮ মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা।
দেশটির অস্থিতিশীল রাজ্য বোর্নোর চাদ সীমান্তবর্তী এলাকায় এ হত্যাকাণ্ড চালায় সংগঠনটি।
স্থানীয় ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রধান আবুবকর গামান্দি রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
গামান্দি বলেন, চাদ লেকের তীরবর্তী দোরন বাগা মৎসপল্লীর কাছে নাইজেরিয়া ও চাদকে সংযোগকারী একটি সড়ক অবরোধ করে মাছ ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে বোকো হারামের সদস্যরা এই নৃশংস হত্যাকাণ্ড চালায়। নিহত ব্যবসায়ীরা মাছ কিনতেই চাদে যাচ্ছিলেন।
হত্যাকাণ্ডের পর মাছ ব্যবসায়ীদের লেকে ভাসিয়ে দেওয়া হয় বলেও জানান ব্যবসায়ী নেতা গামান্দি।
নাইজেরিয়াভিত্তিক বোকো হারাম আফ্রিকা অঞ্চলের নিন্দিত জঙ্গি সংগঠন। বেসামরিক নাগরিক হত্যা ও অপহরণসহ নানা অপকর্মের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করে থাকে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪