ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই চুক্তির অনুমোদন দিল আফগান পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
সেই চুক্তির অনুমোদন দিল আফগান পার্লামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যের অতিরিক্ত সময়ে থাকার ব্যাপারে নিরাপত্তা চুক্তিতে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সেপ্টেম্বরে ক্ষমতায় বসে প্রথমেই এই চুক্তিতে স্বাক্ষর করেন।

তবে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই চুক্তিটিতে স্বাক্ষরে অনীহা প্রকাশ করেছিলেন।

গতকাল (২২ নভেম্বর) মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে আরো এক বছর থাকবে এমন কথা জানায় কয়েকজন মার্কিন কর্মকর্তা। তার একদিন পর আজ রোববার আফগানিস্তানের পার্লামেন্ট এমন অনুমোদন দিল।

বিবিসির খবরে বলা হয়, আগামী বছরের শুরু থেকে ন্যাটোর নতুন মিশনে থাকা সৈন্যদের আইনি সুরক্ষা দেবে এই চুক্তি। চলতি বছরের ৩১ ডিসেম্বর
আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর যুদ্ধ অভিযান শেষ হওয়ার কথা রয়েছে।

তবে চুক্তিটি কার্যকর হওয়ার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।