ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেসের সাবেক মন্ত্রী মুরলি দেওড়ার প্রয়াণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
কংগ্রেসের সাবেক মন্ত্রী মুরলি দেওড়ার প্রয়াণ মুরলি দেওড়া

ঢাকা: ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মুরলি দেওড়া মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মুম্বাইয়ের নিজের বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুরলি দেওড়া দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার ছেলে মিলিন্দ দেওড়াও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।

ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্য সভার সদস্য এ বর্ষিয়ান রাজনীতিক দু’দিন আগেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।