লন্ডন: লিবিয়া বিষয়ে অনুষ্ঠেয় লন্ডন সম্মেলনে নিশ্চিতভাবে ৩৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে। লিবিয়ায় জোট বাহিনীর অভিযান বিষয়ে আলোচনা করতে এ সম্মেলনের আয়োজন করা হয় বলে ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ আরও ৩৫টি দেশ তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা গুরুত্বপূর্ণ যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি এবং এর মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদে অগ্রসর ও সমন্বিত আন্তর্জাতিক পরিকল্পনা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। ’
তবে মূলত লিবিয়ায় চলমান অভিযান নিয়ে অব্যাহত অনিশ্চয়তার কারণেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানা যায়।
এদিকে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান জেন পিংও এ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়।
এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং কাতারের প্রধানমন্ত্রী হামিদ বিন জাসেম অংশ নিতে যাচ্ছেন বলে এরইমধ্যে লন্ডন থেকে জানানো হয়েছে।
এদিকে ব্রিটেন ন্যাটোভুক্ত দেশসহ আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন এবং আঞ্চলিক দেশগুলোকে এ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এ সম্মেলন সম্পর্কে পররাষ্ট্র কার্যালয় থেকে বলা হয়, ‘এ সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ তথ্যই জানানো হবে যে আমরা নৃশংস হত্যাকান্ড থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করাসহ জাতিসংঘের আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবো। ’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইন পাশ হওয়ার পর গত ১৯ মার্চ থেকে লিবিয়ায় যৌথ বাহিনীর সামরিক অভিযান শুরু হয়।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১